হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি (১৭)।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিক্ষোভ চলাচলে ওই কিশোর গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।

রেড ক্রিসেন্ট বলেছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২১ জন। রাবার বুলেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮ জন। কাঁদানে গ্যাসে আহত হয়েছেন অনেকেই।

এএফপির ফটোগ্রাফার বলেন, শুক্রবার শত শত ফিলিস্তিনি বিক্ষোভের জন্য বেইতায় জড়ো হন। কয়েক মাস ধরেই এলাকাটি উত্তপ্ত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, প্রথমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এরপর তাঁদের ছত্রভঙ্গ করতে ব্যবস্থা নেওয়া হয়। সহিংসতায় দুজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নিহত কিশোরের জানাজায় শত শত ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’