হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের নিয়ম ভাঙলে ১৫ লাখ টাকা জরিমানাসহ কঠোর শাস্তি, জানাল সৌদি আরব 

সৌদি আরবে হজের নিয়ম ভাঙলে গুনতে প্রায় ১৫ লাখ টাকা সমপরিমাণ জরিমানা। এমনটাই জানিয়েছে, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, সৌদি আরবের বাসিন্দা এবং পর্যটকেরা যদি প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজের কার্যক্রম পালন করেন তবে তাদের বাংলাদেশি মুদ্রায় এই পরিমাণ জরিমানা গুনতে হবে। একই সঙ্গে কারাদণ্ডও ভোগ করতে হবে। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের হজ মৌসুমে প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো সৌদি নাগরিক বা দেশটিতে বসবাসকারী কোনো ব্যক্তি এবং পর্যটকেরা যদি হজ কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তাদের ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৬৩ হাজার টাকারও বেশি। 

সৌদি আরবের জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্টের সহায়তায় সৌদি আরবের হজ কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। মূলত, হজ ব্যবস্থাপনা মসৃণ করতে এবং নিয়মকানুনকে কঠোরভাবে প্রয়োগ করার লক্ষ্যেই এই জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া হজ পালন অবৈধ এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এ ছাড়া, যথাযথ অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের সৌদি আরবে আনলে যারা আনবে তাদেরও ৫০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। 

একই সঙ্গে, তৎসংশ্লিষ্ট আইন লঙ্ঘনের জন্য দোষী প্রমাণিত হলে প্রবাসীদের ৬ মাসের কারাদণ্ড হবে এবং এরপর সৌদি আরব থেকে বহিষ্কার দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী ১০ বছর তারা কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এমনকি আইনভঙ্গকারীদের গণমাধ্যমের সাহায্যে জনসাধারণের মাঝে অপমানিত করা হবে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার