হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পরমাণু চুক্তি সচল হচ্ছে নভেম্বরে

ছয় বিশ্ব শক্তির সঙ্গে অচল পরমাণু চুক্তি চলতি বছরের নভেম্বরের শেষ থেকে নতুন কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আলী বাগেরি কানি। সুনির্দিষ্ট দিনক্ষণ আগামী সপ্তাহে জানা যাবে। গতকাল এই টুইটে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি নভেম্বরের শেষ থেকে নতুন করে শুরু হচ্ছে। 

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তি এবং তেহরানের মধ্যে চুক্তি হয়। ২০১৮ সালে এক তরফাভাবে এ চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। তেহরানের ওপর আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা। চলতি বছর ক্ষমতা গ্রহণের পর এ চুক্তি সচল করতে উদ্যোগ নেন বাইডেন প্রশাসন। এ লক্ষ্যে এপ্রিল থেকে পক্ষগুলোর মধ্যে কয়েক দফা আলোচনা হয়। তবে চুক্তিটি নতুন করে শুরু করা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমারা।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’