হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করছে ফিলিস্তিন

জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে। 

নিউইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব।’ 

তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, এর এক দিন আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে ৯৯–১১ ভোট পড়ে।

জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতাসহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনিরাই করব। আমরা কারও সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং আমরা কারও কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না।’

মনসুর বলেন, ‘ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বা বিক্রি না করতে বলা বা বসতি স্থাপনকারীদের ভিসা না দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন।’

ফিলিস্তিন রাষ্ট্র ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোনো ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সব সময় ‘কর্তৃপক্ষ’ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোও এই অবস্থানের প্রতিনিধিত্ব করে।

জাতিসংঘের সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

মনসুর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ই ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র