হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ছবিতে দেখুন: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপ ইসরায়েলের নগর

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘর্ষে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ উত্তেজনার মুখোমুখি হয়েছে। ১৩ জুন দিনভর ও রাতভর পাল্টাপাল্টি হামলায় দুই দেশের রাজধানী শহর তেহরান ও তেল আবিবের উপকণ্ঠে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনাসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হানে।

ইরানের হামলায় তেল আবিবের উপশহর রামাত গানে বহু ভবন বিধ্বস্ত হয়, গাড়ি উল্টে পড়ে থাকে রাস্তায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায় আবাসিক এলাকাগুলো। প্রাণ হারান অন্তত দুজন বাসিন্দা, আহত হন অনেকে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজেদের ঘরবাড়ি খোঁজে আতঙ্কগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটি।

তেহরানে একাধিক ভবন আংশিক ধসে পড়েছে, নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও রেভল্যুশনারি গার্ডের সূত্রে জানা যায়, রাজধানীর ওপর বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে পড়ে সকাল পর্যন্ত। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব—দুই শহরেই সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে গেছে। আতঙ্ক, অনিশ্চয়তা আর ঘোরতর ক্ষতির এই মুহূর্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক নেতারা। তবে এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো আভাস দেখা যাচ্ছে না।

রামাত গানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন একজন ইসরায়েলি দমকলকর্মী। এই হামলায় বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: এএফপি

রামাত গানে ক্ষেপণাস্ত্র হামলায় আহত এক বাসিন্দাকে উদ্ধার করছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। হামলার পর এলাকা জুড়ে জরুরি সেবা তৎপরতা শুরু হয়। ছবি: এএফপি

ইরানের হামলায় আহত আরও একজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন প্রথম সাড়াদানকারীরা। এই শহরটিই ছিল ইরানি পাল্টা আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু। ছবি: এএফপি

রামাত গানে হামলার পর ধ্বংসস্তূপের পাশে জড়ো হয়েছেন ইসরায়েলি সেনা ও উদ্ধারকর্মীরা। শহরটির অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছবি: এএফপি

তেলআবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ১৩ জুনের রাতে ইরান থেকে একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ছবি: এএফপি

তেহরানে ইসরায়েলি হামলায় আঘাত হানা একটি ভবনের ক্ষয়ক্ষতির চিত্র। ওই হামলায় ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ছবি: এএফপি

তেহরানে ক্ষতিগ্রস্ত আরও একটি ভবনের দৃশ্য। ইসরায়েলের দাবি, ১৩ জুনে চালানো হামলায় ইরানের শতাধিক সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। ছবি: এএফপি

তেহরানে ইসরায়েলি হামলায় আঘাত হানা একটি ভবনের ছাদে জড়ো হয়েছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা। ছবি: এএফপি

তেহরানে ইসরায়েলি হামলার পর ধোঁয়ায় ঢেকে যায় একটি এলাকা। ইরানি বাহিনী জানায়, প্রতিরোধ চলবে, আর ইসরায়েল বলেছে, অভিযান "যত দিন প্রয়োজন চলবে"। ছবি: এএফপি

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে