হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করার দাবি ইসরায়েলের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করা শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন এরই মধ্যে সিরিয়া এবং সৌদি আরবের আকাশে প্রতিহত করেছে তারা। এদিকে, জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও জানিয়েছে, তাদের আকাশসীমায় ঢোকা বেশ কয়েকটি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।

এর আগে, আইডিএফ জানিয়েছিল, ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে। সেগুলো ইসরায়েলে এসে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে। ড্রোনগুলো প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে তারা। জর্ডানও নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেছেন, শুক্রবার ভোরের দিকে ইসরায়েল প্রায় ২০০ বিমান নিয়ে ইরানে হামলা করে। এর পরপরই তেহরান পাল্টা হামলা শুরু করেছে।

কয়েক দিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল যেকোনো সময় বড় হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নিজেদের দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। যাতে আরও স্পষ্ট হয় বড় কিছু ঘটতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে আজ শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরানের কমপক্ষে ৮টি স্থানে হামলা চালায় ইসরায়েল।

এ হামলায় এখন পর্যন্ত তিন সামরিক কর্মকর্তা এবং ছয় পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। আশঙ্কা করা হচ্ছে, এ হামলায় বহু বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র