হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম তীরে আল-আরুব ক্যাম্পে দখলদার বাহিনীর (ইসরায়েলি সামরিক বাহিনী) গুলিতে ১৮ বছর বয়সী উসামা আদাভি নিহত হয়েছেন। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে উসামার পেটে আগুন ধরে গেলে তিনি মারা যান। 

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, শরণার্থীশিবিরের কাছে তাদের গাড়ি লক্ষ্য করে ফিলিস্তিনিরা ঢিল ছুড়েছিল। পরে তাদের তাড়া করতে গেলে সংঘর্ষ বাধে। 

এএফপির একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক বলেছেন, ইসরায়েলি বাহিনী পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনি যুবকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম তীরে একজন ইসরায়েলি সৈন্যকে গুলি করে হত্যা করার এক দিন পর ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ নিহত হলেন। 

ফিলিস্তিনের আরেক শরণার্থীশিবির শুয়াফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমে ধর্মঘট করেছে ফিলিস্তিনিরা। 

সম্প্রতি কয়েক মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বছরের শুরুর দিকে ইসরায়েলিদের ওপর একের পর এক হামলার পর প্রায় প্রতিদিন অভিযান চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার