হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোসাদ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, তেল আবিবে ভয়াবহ অগ্নিকাণ্ড

তেলআবিবের গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং তা এখনো জ্বলছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৩-এর নবম ধাপে আমরা তেল আবিবে অবস্থিত সন্ত্রাসী পরিকল্পনার মূল কেন্দ্র মোসাদ সদর দপ্তরে আঘাত করেছি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবি ইঙ্গিত দিচ্ছে, হামলার পরপরই গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত।

ইরান দাবি করছে, এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলি গোয়েন্দা অবকাঠামোয় মারাত্মক আঘাত হেনেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

বিশ্লেষকেরা বলছেন, এই হামলা যদি সত্যি হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য কৌশলগতভাবে একটি বড় ধাক্কা। কারণ, মোসাদ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী ইসরায়েলের গোপন ও সেনা-সহযোগিতামূলক অভিযানের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই প্রতিক্রিয়ামূলক অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে এবং যুদ্ধাপরাধের জবাবদিহি করে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪