হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মোসাদ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, তেল আবিবে ভয়াবহ অগ্নিকাণ্ড

তেলআবিবের গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং তা এখনো জ্বলছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস-৩-এর নবম ধাপে আমরা তেল আবিবে অবস্থিত সন্ত্রাসী পরিকল্পনার মূল কেন্দ্র মোসাদ সদর দপ্তরে আঘাত করেছি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও ছবি ইঙ্গিত দিচ্ছে, হামলার পরপরই গ্লিলট এলাকায় ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই এলাকাতেই মোসাদ ও আমান গোয়েন্দা ইউনিটের প্রধান ঘাঁটিগুলো অবস্থিত।

ইরান দাবি করছে, এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলি গোয়েন্দা অবকাঠামোয় মারাত্মক আঘাত হেনেছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি।

বিশ্লেষকেরা বলছেন, এই হামলা যদি সত্যি হয়, তাহলে এটি ইসরায়েলের জন্য কৌশলগতভাবে একটি বড় ধাক্কা। কারণ, মোসাদ শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্বব্যাপী ইসরায়েলের গোপন ও সেনা-সহযোগিতামূলক অভিযানের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই প্রতিক্রিয়ামূলক অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে এবং যুদ্ধাপরাধের জবাবদিহি করে।

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান