ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, এই হামলা সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
পেসকভ আরও উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি রয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তাঁর মতে, হামলার পর ইরানের ভূ-ভাগের পরিস্থিতি উদ্বেগের কারণ হতে বাধ্য।
পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্টভাবে এই হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগে থেকে অবহিত করেননি, যদিও তাঁরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন।
রাশিয়া এখন কী করতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে থাকার প্রস্তাব করেছে। পরবর্তী পদক্ষেপ ইরানের প্রয়োজনের ওপর নির্ভর করবে।