হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যে কারণে এখনই গাজায় স্থল অভিযানের বিপক্ষে আমেরিকা

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। তবে এখনই সেখানে ইসরায়েলের স্থল অভিযান চালানোর বিপক্ষে তেলআবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং সেখানে ত্রাণসহায়তা পাঠাতে ইসরায়েলি স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন। 

নিউইয়র্ক টাইমস বলছে, হামাসের হাতে বন্দিদের মুক্ত এবং গাজায় ত্রাণসহায়তা পাঠাতে কিছুটা সময় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণেও কিছুটা সময় নিতে চাইছে মার্কিন কর্মকর্তারা। 

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে সেখানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। তবে এখনই অভিযান চালালে হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়