হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যে কারণে এখনই গাজায় স্থল অভিযানের বিপক্ষে আমেরিকা

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে গত দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। তবে এখনই সেখানে ইসরায়েলের স্থল অভিযান চালানোর বিপক্ষে তেলআবিবের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং সেখানে ত্রাণসহায়তা পাঠাতে ইসরায়েলি স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এ ছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়েও উদ্বিগ্ন ওয়াশিংটন। 

নিউইয়র্ক টাইমস বলছে, হামাসের হাতে বন্দিদের মুক্ত এবং গাজায় ত্রাণসহায়তা পাঠাতে কিছুটা সময় নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে প্রস্তুতি গ্রহণেও কিছুটা সময় নিতে চাইছে মার্কিন কর্মকর্তারা। 

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে সেখানে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। তবে এখনই অভিযান চালালে হামাসের হাতে জিম্মি বন্দিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক