হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি ‘গণহত্যাকে’ হলোকাস্টের সঙ্গে তুলনা করলেন ব্রাজিলের লুলা 

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এমনটাই অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। গতকাল রোববার তিনি বলেছেন, ইসরায়েল গাজায় যা করছে তা অ্যাডলফ হিটলার ইউরোপ থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করতে যা করেছিলেন অর্থাৎ হলোকাস্টের সঙ্গে তুলনীয়। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। সেখানে তিনি আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। 

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজা উপত্যকায় যা চলছে, তা যুদ্ধ নয়, এটি গণহত্যা। এটি সৈন্যদের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয়। এটি একটি অসম লড়াই। যেখানে শিশু ও নারীরা একটি সুসজ্জিত একটি বাহিনীর মধ্যে লড়াই।’ লুলা দ্য সিলভা গ্লোবাল সাউথের একজন উল্লেখযোগ্য নেতা। যিনি ফিলিস্তিনিদের পক্ষে, তাদের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার। 

এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করে আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে এমনটা ঘটেছে—যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই বক্তব্যের মাধ্যমে লুলা ‘হলোকাস্টকে তুচ্ছ বলে বিবেচনা করেছেন’ এবং ‘ইহুদি জনগণ ও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে ক্ষতি করার প্রচেষ্টা’ করেছেন। 

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘নাৎসি ও হিটলারের হলোকাস্টের সঙ্গে ইসরায়েলের তুলনা করে লুলা বিপৎসীমা অতিক্রম করেছেন।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল সম্পূর্ণ বিজয় লাভ না করা পর্যন্ত আত্মরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য লড়াই করছে এবং এটি আন্তর্জাতিক আইনকে সমুন্নত রেখেই তা করছে।’ 

ইসরায়েল কেবল নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হয়নি। নেতানিয়াহু সরকার ব্রাজিলের প্রেসিডেন্টের এই মন্তব্যের জন্য তেল আবিবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করারও সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী এলিহু কাটজের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে, অবিলম্বে তিরস্কারের জন্য ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করা হবে।’

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত