হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি ‘হামলায় নিহত’ হিজবুল্লাহ কমান্ডার কে এই সুহেল হুসাইনি?

লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার সুহেল হুসেইন হুসেইনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ মঙ্গলবার সকালে ঘোষণা করেছে, গতকাল সোমবার রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরের একজন কমান্ডার নিহত হয়েছেন।

ইসরায়েল বলছে, ‘ইরান ও হিজবুল্লাহর মধ্যে অস্ত্র চালাচালিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন’ সুহেল হুসেইন হুসেইনি। হিজবুল্লাহর শাখাগুলোর মধ্যে অস্ত্র বিতরণের দায়িত্বেও ছিলেন তিনি।

বিবিসি বলছে, লেবানন ও সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আক্রমণের পেছনে হুসেইনির বড় ভূমিকা রয়েছে ধরা হয়। তিনি হিজবুল্লাহর জ্যেষ্ঠ সামরিক নেতৃত্বের পর্ষদ জিহাদ কাউন্সিলের সদস্য ছিলেন।

গত রাতে লেবাননের রাজধানীতে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহ এলাকায় অন্তত ১০টি বিমান হামলার ঘটনা ঘটেছে। 

এদিকে উত্তর ইসরায়েলে রকেট হামলার সতর্কতা জানিয়ে রাতভর সাইরেন বাজানো হয়। নতুন করে বেশ কয়েকটি শহরকে ‘সংরক্ষিত সামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়। 

এর আগে হিজবুল্লাহ বলেছিল, তাঁরা তেল আবিবের উপকণ্ঠকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে, সোমবার শেষের দিকে ১৯০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র