হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হামলায় সিরিয়ার ৫ সেনা নিহত

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষাবাহিনী হামলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। 

রয়টার্স জানিয়েছে, হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান। ইরানের এই অস্ত্র সরবরাহ ব্যাহত করতে ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

স্থলপথে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সামরিক সরঞ্জাম বহনের জন্য আকাশপথ বেছে নেয়। এখন সেই পথকেই বাধাগ্রস্ত করতে চাইছে ইসরায়েল। 

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ক্রমশ তা একটি গৃহযুদ্ধে পরিণত হয়। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত