হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হামলায় সিরিয়ার ৫ সেনা নিহত

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও রাজধানীর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার অন্তত পাঁচজন সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষাবাহিনী হামলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। 

রয়টার্স জানিয়েছে, হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ করছে ইরান। ইরানের এই অস্ত্র সরবরাহ ব্যাহত করতে ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

স্থলপথে অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সামরিক সরঞ্জাম বহনের জন্য আকাশপথ বেছে নেয়। এখন সেই পথকেই বাধাগ্রস্ত করতে চাইছে ইসরায়েল। 

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ক্রমশ তা একটি গৃহযুদ্ধে পরিণত হয়। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়