হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলার পর গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে এক আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি অস্ত্রধারী সংগঠন হামাস। এই হামলায় ইসরায়েলে সহস্রাধিক মানুষের প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইসরায়েলি সেনা, সাধারণ মানুষ এবং বিদেশিরাও আছেন। 

আকস্মিক এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল চড়াও হয় গাজা শহরের ওপর। এই শহরেই শক্ত ঘাঁটি রয়েছে হামাস যোদ্ধাদের। তাই বিমান হামলা করে শহরটিতে একের পর এক বোমা বোমা নিক্ষেপ করে ইসরায়েলের সেনাবাহিনী। 

আজ বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, হামাসের হামলার পর গত কয়েক দিনে গাজা শহরের ওপর ৬ হাজার বোমা ফেলা হয়েছে। এই বোমাগুলোর সম্মিলিত ওজন প্রায় ৪ হাজার টন। 

তীব্র এই হামলার ফলাফলও মারাত্মক। গত কয়েক দিনের বোমা বর্ষণে গাজায় প্রায় ১ হাজার ৪১৭ জনের প্রাণহানি ঘটেছে, যার অর্ধেকই নারী ও শিশু। এ ছাড়া নিহতদের বেশির ভাগই সাধারণ মানুষ। 

শুধু বোমা হামলাই নয়, গাজা শহরটিকে অবরুদ্ধ করে এর পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে মানবেতর জীবন-যাপন করছে শহরটির বাসিন্দারা। হাসপাতালগুলোতে বিদ্যুৎ না থাকায় অসংখ্য রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। বুধবার রাতে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, শহরটির বিভিন্ন হাসপাতালে অন্তত ১০০ নবজাতক মৃত্যুর মুখে রয়েছে। কারণ তাদের জীবনের প্রতিটি ধাপের জন্য যেসব যন্ত্রপাতির দরকার সেগুলো বিদ্যুৎ চালিত। 

সরবরাহ ব্যবস্থা বন্ধ ও অবিরাম বোমাবর্ষণের মাধ্যমে বিপুলসংখ্যক সাধারণ মানুষের প্রাণহানি ঘটিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে দাবি তুলেছে বিভিন্ন মহল। এই হামলার বিরুদ্ধে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমালোচনা হচ্ছে হামাসের হামলারও।

তেহরানের শুধু একটি মর্গেই ১৮২ মরদেহের ভিডিও ছড়িয়ে পড়েছে

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী