হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলার হুমকি দিল ইসরায়েল

ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ আরব অঞ্চলে ছড়িয়ে না পড়ার ব্যাপারে প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এ নিয়ে কাজ করছে আরব দেশগুলোর নেতারাও। এরপরও হামাস-ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যে ‘কিছুটা’ জড়িয়ে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ালে সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত। 

আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে দিয়ে ইরানই মূলত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে। 

নির বারকাত বলেছেন, ‘ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের ওপর সব দিক দিয়ে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি তারা (হিজবুল্লাহ) ইসরায়েলে হামলা চালাতে চায়, শুধু আমাদের সব ফ্রন্টে নয়, আমরা সাপের (ইরান) মাথা কেটে দেব।’ 

গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি তেহরানের আহ্বানের পর এই হুমকি দিলেন নির বারকাত। এর আগে ইরান যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে জানায়, ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে তাহলে ইরানের সহযোগী সংগঠন লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরাও ইসরায়েলের ওপর আক্রমণ করতে পারে। 

এদিকে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ কয়েক দিন ধরে ইসরায়েলের সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। সামনের দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বড় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কায় লেবানন সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। তবে আজ নতুন করে উত্তর সীমান্তের আরও ১৪টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলিদের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি