হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল: ম্যাথিউ মিলার

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: আনাদোলু

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় ইসরায়েল ‘নিঃসন্দেহে’ যুদ্ধাপরাধ করেছে। বাইডেন প্রশাসন ইসরায়েল বিষয়ে যে দৃষ্টিভঙ্গি লালন করত মিলারের এই বক্তব্য তা থেকে অনেক দূরে। এটি বাইডেন প্রশাসনের সরকারি অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিবর্তন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গতকাল সোমবার প্রচারিত স্কাই নিউজের ‘ট্রাম্প ১০০’ পডকাস্টে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এবং অঞ্চলটিতে ত্রাণ ও অন্যান্য সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি করেছে। এই অবস্থায় গাজায় ইসরায়েল গণহত্যা চলাচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি এটিকে গণহত্যা মনে করেন না, তবে যুদ্ধাপরাধ সম্পর্কে তিনি নিশ্চিত।

মিলার বলেন, ‘আমি মনে করি না যে, এটি একটি গণহত্যা, তবে এটি নিঃসন্দেহে সত্য যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’ সাবেক এই মুখপাত্র তাঁর সাবেক ভূমিকার সীমাবদ্ধতার কথা স্বীকার করে ব্যাখ্যা করেন, তিনি ওই মঞ্চ থেকে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেন না।

মিলার বলেন, ‘যখন আপনি মঞ্চে থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিশ্চিত করেনি।

তবে মিলার পদ্ধতিগত রাষ্ট্রীয় নীতি এবং স্বতন্ত্র সামরিক পদক্ষেপের মধ্যে পার্থক্য করেছেন। তিনি পরামর্শ দেন যে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত সরকারি নীতির অংশ হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট ঘটনায় যুদ্ধাপরাধ করেছে। তিনি বলেন, ‘এমন কিছু স্বতন্ত্র ঘটনা ঘটেছে যা যুদ্ধাপরাধ, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা যুদ্ধাপরাধ করেছে।’

ইসরায়েলের জবাবদিহি ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা এখনো তাদের পর্যাপ্ত সংখ্যক সামরিক সদস্যকে জবাবদিহির আওতায় আনতে দেখিনি।’ তিনি আরও বলেন, তারা এটি কখনো করবে কিনা তা ‘একটি উন্মুক্ত প্রশ্ন।’

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ