হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি হামলার পর তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল ইয়েমেনের হুতিরা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং সৌদি নেতৃত্বাধীন জোট যদি ইয়েমেনের বিরুদ্ধে অভিযান বন্ধ করে, তবে ‘স্থায়ী’ যুদ্ধবিরতিতে যাওয়ারও ইঙ্গিত দিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা যুদ্ধবিরতির এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় ফর্মুলা ওয়ান রেসের কাছে একটি তেলের প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পরে হুতিদের পক্ষ থেকে যুদ্ধবিরতির এই ঘোষণা এল। 

এদিকে গতকাল শনিবার ইয়েমেনের সানা ও হোদেইদায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানা গেছে। হুতিরা বলেছে, সৌদি জোট একটি বিদ্যুৎ কেন্দ্র, একটি জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং রাজধানীর একটি সামাজিক বিমা কার্যালয়ে হামলা করেছে। 

এই হামলার পরে হুতির রাজনৈতিক নেতা মাহদি আল-মাশাত তিন দিনের জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং সব ধরনের সামরিক পদক্ষেপ স্থগিত করার ঘোষণা দেন। 

মাহদি আল-মাশাত বলেছেন, ‘এটি একটি আন্তরিক আমন্ত্রণ এবং সব পক্ষের আস্থা অর্জনের জন্য আলোচনার ক্ষেত্র তৈরির একটি বাস্তব পদক্ষেপ।’ 

আল-মাশাত আরও বলেন, ‘আমরা এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্থায়ী রূপ দিতে প্রস্তুত, যদি সৌদি আরব ইয়েমেনে অভিযান সমাপ্তির ঘোষণা দেয়।’ 

তবে সৌদি আরব হুতির এই আহ্বানে এখনো সাড়া দেয়নি। 

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত হাদি সরকারকে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে উৎখাত করে। এরপর হাদি সরকারের সমর্থনে ২০১৫ সালে সেখানে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। সেই অভিযান এখনো অব্যাহত আছে এবং দুই পক্ষের মধ্যে প্রায়ই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন