হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত ৩ সেনা, আহত ১১ 

গত প্রায় ৭ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনের সময়কালে হামাস একবারও ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়নি। তবে সর্বশেষ গতকাল রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইসরায়েলের কারাম আবু সালেমের একটি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। এই হামলায় ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—হামাসের হামলায় স্টাফ সার্জেন্ট পদমর্যাদার ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—জিভাতি ব্রিগেডের রুবেন মার্ক মোর্দোশাই অ্যাসুলিন (১৯), আইদো তেস্তা (১৯) এবং নাহাল ব্রিগেডের তাল শাভিত (২১)। 

এই তিনজনসহ গত বছরে ৭ অক্টোবরে ইসরায়েলের সীমান্তে হামাসের হামলায় সব মিলিয়ে ২৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হলো। আইডিএফ জানিয়েছে, সব মিলিয়ে ১১ জন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ৯৩১ তম ব্যাটালিয়নের দুজন ও সেকেদ ব্যাটালিয়নের একজনে অবস্থা গুরুতর। 

এদিকে, লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন হামাসের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—হামাসই এই হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডও এই হামলার দায় স্বীকার করেছে। আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, তাঁরা কারাম আবু সালেমের একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১১৪ মিলিমিটার স্বল্পপাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। 

তবে আল-ক্বাসাম ব্রিগেডে জানায়নি ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র তাঁরা ইসরায়েলে নিক্ষেপ করেছে। তবে আইডিএফ জানিয়েছে, হামাস অন্তত ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর এই রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে রাফাহ থেকে। হামলার পরপরই কারাম আবু সালেম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, কারাম আবু সালেমের যে স্থানে হামলা চালানো হয়েছে সেখানে মূলত ইসরায়েলি সেনারা সামরিক সরঞ্জাম ও রসদ পাহারা দিচ্ছিলেন। এসব সরঞ্জাম ও রসদ সেখানে জমা করা হয়েছে মূলত রাফাহে সম্ভাব্য অভিযানের সময় ব্যবহারের জন্য। হামাসের হামলায় সেসব সরঞ্জাম বা রসদের কোনো ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার