হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত ৩ সেনা, আহত ১১ 

গত প্রায় ৭ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনের সময়কালে হামাস একবারও ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়নি। তবে সর্বশেষ গতকাল রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইসরায়েলের কারাম আবু সালেমের একটি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। এই হামলায় ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—হামাসের হামলায় স্টাফ সার্জেন্ট পদমর্যাদার ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—জিভাতি ব্রিগেডের রুবেন মার্ক মোর্দোশাই অ্যাসুলিন (১৯), আইদো তেস্তা (১৯) এবং নাহাল ব্রিগেডের তাল শাভিত (২১)। 

এই তিনজনসহ গত বছরে ৭ অক্টোবরে ইসরায়েলের সীমান্তে হামাসের হামলায় সব মিলিয়ে ২৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হলো। আইডিএফ জানিয়েছে, সব মিলিয়ে ১১ জন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ৯৩১ তম ব্যাটালিয়নের দুজন ও সেকেদ ব্যাটালিয়নের একজনে অবস্থা গুরুতর। 

এদিকে, লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন হামাসের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—হামাসই এই হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডও এই হামলার দায় স্বীকার করেছে। আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, তাঁরা কারাম আবু সালেমের একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১১৪ মিলিমিটার স্বল্পপাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। 

তবে আল-ক্বাসাম ব্রিগেডে জানায়নি ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র তাঁরা ইসরায়েলে নিক্ষেপ করেছে। তবে আইডিএফ জানিয়েছে, হামাস অন্তত ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর এই রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে রাফাহ থেকে। হামলার পরপরই কারাম আবু সালেম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, কারাম আবু সালেমের যে স্থানে হামলা চালানো হয়েছে সেখানে মূলত ইসরায়েলি সেনারা সামরিক সরঞ্জাম ও রসদ পাহারা দিচ্ছিলেন। এসব সরঞ্জাম ও রসদ সেখানে জমা করা হয়েছে মূলত রাফাহে সম্ভাব্য অভিযানের সময় ব্যবহারের জন্য। হামাসের হামলায় সেসব সরঞ্জাম বা রসদের কোনো ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের