হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরবের যে সব দেশে নিষিদ্ধ ছিল ঈদের নামাজ

করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে আরবের চারটি দেশে নিষিদ্ধ ছিল এবারের ঈদুল আজহার নামাজ। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে মৌরিতানিয়া, মরক্কো, ওমান এবং তিউনিসিয়ায় এবারের ঈদুল আজহার নামাজ নিষিদ্ধ ছিল। এদিকে মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং জর্ডানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এই সব দেশে ঈদগাহে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন।

চলতি বছর সৌদি আরব নিজের দেশে থাকা ৬০ হাজার মুসল্লিকে হজ পালনের অনুমতি দিয়েছে। সৌদির রাজধানী রিয়াদ থেকে হজ করতে এসেছেন উম আহমেদ নামের ফিলিস্তিনি একজন মুসল্লি। তিনি বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যাতে এই খারাপ সময় কেটে যায়।

সিরিয়ার মুসল্লি মাহের বারোদি বলেন, হজে এসে আমি প্রার্থনা করেছি যাতে এই মহামারি শেষ হয়ে যায়।

২০১৯ সালে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার সংক্রমণ শুরু হয়। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বের ১৯২টি দেশে এ পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়