হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি ও আরব আমিরাতের কাছে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আবারও অস্ত্রের ব্যবসা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রধান দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য়প্রাচ্য় সফরের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কিন্তু নিজের সেই হুঁশিয়ারিতে অটল থাকলেন না তিনি। 

এদিকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কাছেও অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুটি দেশের কাছে সব মিলিয়ে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩০০ কোটি ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের রেথিওন টেকনোলজি এই অস্ত্র সরবরাহ করবে।

একই সঙ্গে ইউএই–এর কাছে টার্মিনাল হাই অলটিট্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিক্রি করা হবে। প্রায় ২২৫ কোটি ডলারের বিনিময়ে এটি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত ৪০ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। সৌদি আরব থেকে আরও তেল কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটি। এ লক্ষ্যে সৌদি সফরের সময়, দেশটির নেতৃবৃন্দকে তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিলেন বাইডেন।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার