হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি ও আরব আমিরাতের কাছে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আবারও অস্ত্রের ব্যবসা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রধান দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য়প্রাচ্য় সফরের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কিন্তু নিজের সেই হুঁশিয়ারিতে অটল থাকলেন না তিনি। 

এদিকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কাছেও অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুটি দেশের কাছে সব মিলিয়ে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩০০ কোটি ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের রেথিওন টেকনোলজি এই অস্ত্র সরবরাহ করবে।

একই সঙ্গে ইউএই–এর কাছে টার্মিনাল হাই অলটিট্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিক্রি করা হবে। প্রায় ২২৫ কোটি ডলারের বিনিময়ে এটি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত ৪০ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। সৌদি আরব থেকে আরও তেল কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটি। এ লক্ষ্যে সৌদি সফরের সময়, দেশটির নেতৃবৃন্দকে তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিলেন বাইডেন।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪