হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় রুশ হামলায় নিহত অন্তত ৮ 

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিতে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।’

যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ায় সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী ‘এইচটিএস’ ইদলিব প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে। ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে এইচটিএস।

হামলাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।

গত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে রাশিয়া।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন