হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আলোচনার মাধ্যমে শেষ হতে পারে সুদানে চলমান গৃহযুদ্ধ’

সুদানে চলমান সংকট অবসানের একটি সম্ভাব্য উপায় হতে পারে আলোচনা। এমনটাই মন্তব্য করেছেন সুদানের সার্বভৌম কাউন্সিলের উপ-প্রধান মালিক আগর। তিনি বলেছেন, সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষের অবসান ঘটাতে একটি পরিকল্পনা করা উচিত। যার মাধ্যমে যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। 

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মালিক আগার বলেছেন—এমন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে যারা এই সংকট সমাধানে মধ্যস্থতা করবে। 

মালিক আরও বলেন, এই যুদ্ধ আলোচনার টেবিলেই শেষ হবে। নাগরিকেরা যে অবর্ণনীয় এবং দীর্ঘমেয়াদি কষ্ট সহ্য করছেন তা নিয়ে সেনাবাহিনী ব্যথিত। 

আগর বলেন, ‘সরকারের বর্তমান লক্ষ্য হলো—যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধ পরবর্তী সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং পুনর্নির্মাণের ওপর মনোযোগ দেওয়া।’ তিনি এ বিষয়ে সরকারকে দেশের সব স্তরের রাজনীতিবিদ এবং অধিকারকর্মীদের সঙ্গে সংলাপের আহ্বান জানান। আগর আরও বলেন, সহিংসতার অবসান এমনভাবে হওয়া উচিত যেখানে দেশে একটিমাত্র সংগঠিত সেনাবাহিনী থাকবে। 

এদিকে আল জাজিরার খার্তুম প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, বর্তমানে যুদ্ধরত দুপক্ষের মধ্যে কোনো আলোচনা নেই বরং সেনা এবং আরএসএফ বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে যা পারস্পরিক অবিশ্বাসকে আরও উসকে দিচ্ছে। এটি এখনই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যে, দুই পক্ষ শিগগিরই আলোচনার টেবিলে ফিরবে কিনা। 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, যুদ্ধের কারণে ১ লাখ ১৭ হাজার ৪৪৯ জন মানুষ সুদান থেকে পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। এ ছাড়া অনেকে এরই মধ্যেই সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়ছে। দেশটিতে সব মিলিয়ে বাস্তুচ্যুতদের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩২৫ জন বলে অনুমান করা হচ্ছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার