হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশসহ ১৩ দেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত নিজ দেশের নাগরিকদের বাংলাদেশসহ ১৩টি দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এসব দেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট স্থগিত থাকবে।তবে কার্গো ফ্লাইট, ব্যবসায়িক ও চার্টার্ড ফ্লাইট বিধিনিষেধের বাইরে থাকবে।

নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে বলেছে, ভ্রমণের মৌসুম শুরু হলে নাগরিকদের করোনা–সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে হবে।  এসব দেশে ভ্রমণের সময় আমিরাতের কোনো নাগরিক করোনায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে করোনায় আক্রান্ত আমিরাতের নাগরিকেরা তাঁদের দেশে ফিরতে পারবেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬ লাখ ৩৪ হাজার ৫৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৮১৯ জন। 

গাজায় ৭০ হাজার মানুষের মৃত্যুর তথ্য মেনে নিল ইসরায়েল

বুলেটের বদলে বই—সিরিয়ার শিশুদের মুখে হাসি ফেরাচ্ছে ‘সাংস্কৃতিক বাস’

মার্কিন হামলা হলে এবার ইরানের প্রতিক্রিয়া কেন ভিন্ন হতে পারে

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে বিদ্রোহী কুর্দিরা, চুক্তি স্বাক্ষর

ইরানে কমান্ডো অভিযানের কথাও ভাবছেন ট্রাম্প

আধিপত্য নয়, মধ্যপ্রাচ্যের প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা চুক্তি: তুরস্ক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের টেলিকনফারেন্সের প্রস্তাব এরদোয়ানের

প্রয়োজনে ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

ইরানে ‘রেজিম চেঞ্জে’র পরিস্থিতি তৈরিতে সুপরিকল্পিত হামলা চালাতে পারেন ট্রাম্প

ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান