হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নৌবাহিনীর দুটি ড্রোন আটকে রেখেছিল ইরান

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চালকবিহীন দুটি গবেষণা জাহাজ লোহিত সাগরে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে রেখেছিল ইরান। পরে আবার তা ছেড়েও দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান গত বৃহস্পতিবার লোহিত সাগরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আন্তর্জাতিক শিপিং রুটে বেশ কয়েকটি মার্কিন গবেষণা জাহাজের মুখোমুখি হয়েছিল। মনুষ্যবিহীন এসব জাহাজের মধ্যে দুটিকে আটক করে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। 

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দুবার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ওই দুটি ড্রোন আটক করা হয়েছিল। 

এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজগুলো প্রায় ২০০ দিন ধরে লোহিত সাগরের আশপাশে ছিল। ওই সব জাহাজ আশপাশের পরিবেশের ছবি তুলছিল। গত ১ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টার দিকে মার্কিন পঞ্চম নৌবহর বুঝতে পারে যে ইরানি জাহাজ মার্কিন জাহাজের কাছে আসছে এবং পরে সেগুলো পানি থেকে সরিয়ে নিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি শান্ত করার জন্য এবং ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ করার জন্য ইউএসএস নিটজে ও ডেলবার্ট ডি ব্ল্যাক নামের দুটি মার্কিন জাহাজ ঘটনাস্থলে ছিল। এ দুটি জাহাজ ওই এলাকার কাছাকাছি ছিল। 

পরদিন (শুক্রবার) সকাল ৮টার দিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক