হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে মার্কিন সেনাদের নির্দেশ দিলেন বাইডেন

ইসরায়েলকে টার্গেট করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার রাতে এক লাইভ প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে জো বাইডেনের বিবৃতি জারি করা হয়। 

ইসরায়েলের আশপাশের অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র বিগত দিনগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলের ওপর একটি হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাজিনী। 

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুদ্ধকালীন ‘সিচুয়েশন রুমে’ বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এর আগে ইরানের ফারস বার্তা সংস্থার বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এই বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহ এবং নীলফোরোশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় আমরা অধিকৃত অঞ্চলগুলোর কেন্দ্রস্থলকে টার্গেট করেছি।’ 

মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। নিজেদের নিরাপদ আস্তানায় থাকতে বলেছে।

ইসরায়েলে আল-জাজিরা নিষিদ্ধ থাকায় সংবাদমাধ্যমটি জর্ডান থেকে খবরাখবর সংগ্রহ করছে। ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ওপর দিয়েই ইসরায়েলে গিয়ে আঘাত হানছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে