হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হবে ভয়াবহ: আরাঘচি

আজকের পত্রিকা ডেস্ক­

জেনেভায় ইউরোপীয়দের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ‘জায়নবাদী শাসনের’ সঙ্গে সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা ‘সবার জন্য অত্যন্ত বিপজ্জনক’ হবে। খবর ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের।

জেনেভায় ইউরোপীয়দের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অংশ নেওয়ার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শীর্ষ এই ইরানি কূটনীতিক। সে সময় তিনি এই মন্তব্য করেন। আরাগচি হুঁশিয়ারি দেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ‘খুবই দুর্ভাগ্যজনক’ পরিস্থিতি ডেকে আনবে।

এর আগে ১৮ জুন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টেলিভিশন বার্তায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তাদের ‘অপূরণীয় ক্ষতির’ শিকার হতে হবে। তিনি আরও বলেন, ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না।

খামেনি সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলের নীতি সম্পর্কে যারা পরিচিত, তাঁরা জানেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবেশ শতভাগ তাদের নিজেদের ক্ষতির কারণ হবে। আর তাদের যে ক্ষতি হবে, তা ইরানের যেকোনো ক্ষতির চেয়ে অনেক বেশি হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ‘আকস্মিক যুদ্ধ’ শুরু করে ইসরায়েল। তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থানগুলোতে বিমান হামলা চালায়, যার ফলে বহু শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণুবিজ্ঞানী এবং সাধারণ নাগরিক ‘শহীদ’ হন।

এর পরপরই ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে। ২১ জুন পর্যন্ত ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ-III’-এর অংশ হিসেবে জায়নবাদী শাসনের বিরুদ্ধে ১৮ দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলাগুলোতে শাহেদ-১৩৬ ড্রোন এবং কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক সহায়তা কেন্দ্রগুলো ধ্বংস করা।

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের