হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান বাদশাহ সালমানের 

ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভাষণে সৌদি আরবের বাদশাহ গাজায় নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করা, ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদের নিরাপদে বসবাস নিশ্চিত করাসহ সব বৈধ অধিকার ফেরত দিয়ে সব ধরনের দুর্ভোগ লাঘবের আহ্বান জানান। 

গাজাবাসীর দুর্দশাগ্রস্ত জীবনে ঈদের আনন্দ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তাঁর হৃদয় ভেঙে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে গুতেরেস বলেছেন, ‘গাজা, সুদানসহ বিশ্বের অনেক জায়গায় সংঘাত ও ক্ষুধার কারণে অনেক মুসলমান ঠিকমতো ঈদ উদ্‌যাপন করতে পারবে না জেনে আমার হৃদয় ভেঙে গেছে।’ 

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস পেরিয়ে গেছে। নির্বিচার ও বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত আরও অন্তত ৭৬ হাজার। উত্তর ও মধ্য গাজার অধিকাংশ এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের জামাত আয়োজন সম্ভব হবে এমন পরিচ্ছন্ন-পরিসর জায়গার দেখা মেলা ভার। তবু ঈদ এসেছে গাজাবাসীর জীবনে। 

দুর্ভিক্ষপীড়িত অঞ্চলটির রাস্তায় রাস্তায় ছোটখাটো মেলা বসেছে খাবারদাবার, কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্যের। ত্রাণসহায়তাও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। যদিও পর্যাপ্ততার অভাব, তবু আনন্দের কমতি নেই। স্বজন-প্রিয়জনের বিয়োগব্যথায়ও ঈদের দিনে গাজাবাসীর মুখে দেখা মিলছে মলিন হাসি।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা