হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলা বন্ধের আগে যুদ্ধবিরতিতে যাবে না হামাস

কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে ইসরায়েলের এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে, হামলা বন্ধ ছাড়া শান্তি আলোচনা করা ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। 

গতকাল বুধবার হামাস প্রধান ইসমাইল হানিয়া মিসরে যান। সেখানে মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে আলোচনা করেন তিনি। 

হানিয়ার গণমাধ্যমবিষয়ক মুখপাত্র তাহের আল নোনো রয়টার্সকে বলেন, ‘একদিকে ইসরায়েল সর্বোচ্চ মাত্রায় আগ্রাসন চালিয়ে যাবে, অন্যদিকে আমরা যুদ্ধবিরতি নিয়ে আলাপ চালিয়ে যাবে—এমনটা হতে পারে না। ইসরায়েলি আগ্রাসন বন্ধের পরই এটি সম্ভব।’ 

হামাসের পলিটব্যুরোর সদস্য গাজি হামাদও গতকাল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানান, তাঁরা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না। তাঁর দাবি, অস্থায়ী বিরতির মাধ্যমে জিম্মিদের ছাড়িয়ে নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও গণহত্যা চালানো শুরু করবে। 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট। আমরা আগ্রাসন বন্ধ চাই। এখন যা হচ্ছে তা বড় বিপর্যয়।’ 

তিনি আরও বলেছেন, ‘কিছু মানুষ অস্থায়ী যুদ্ধবিরতি ও অস্থায়ীভাবে কয়েক দিন বা কয়েক সপ্তাহের জন্য লড়াই বন্ধের কথা ভাবছে। কিন্তু এটি হামাস ও ফিলিস্তিনিদের স্বার্থের সঙ্গে যায় না। ইসরায়েল জিম্মিদের (কার্ড) নিয়ে যাবে এবং এরপর তাঁরা নতুন করে আমাদের মানুষের বিরুদ্ধে গণহত্যা শুরু করবে—আমরা এই খেলা খেলব না।’ 

হামাসের পলিটব্যুরোর এ সদস্য জানিয়েছেন, যুদ্ধ থামার পর তাঁরা সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। এরপর ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে ‘বড় ছাড়’ দিতে প্রস্তুত আছেন তাঁরা।

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ