হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গেমস-ইস্পোর্টসের কেন্দ্র হতে চায় সৌদি আরব, কিনছে জাপানি কোম্পানির শেয়ার 

গেমস ও ইস্পোর্টসের ‘গ্লোবাল হাব’ বা বৈশ্বিক ধমনি হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। সেই লক্ষ্যে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানাধীন ‘স্যাভি গেমস গ্রুপ’ নিন্টেন্ডো, ক্যাপকমসহ জাপানের গেমস ডেভেলপারদের সঙ্গে গভীর অংশীদারত্ব স্থাপন করছে। 

গত মঙ্গলবার নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে বলেছে, মধ্যপ্রাচ্যে বাজারের বিকাশের সঙ্গে গেমিং এবং ইস্পোর্টসের বৈশ্বিক ধমনি হওয়ার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। স্যাভি গেমসের সভাপতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের গেমিং খাতকে উন্নত করতে আগ্রহী। 

স্যাভি গেমস গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন সুলতান আল-সৌদ নিক্কেই এশিয়াকে বলেছেন, ‘আমাদের অন্যতম প্রধান লক্ষ্য পণ্য স্থানীয়করণে সহযোগিতার উপায় বের করা এবং জাপানের বুদ্ধিবৃত্তিক বৈশিষ্ট্যগুলোকে এই অঞ্চলের সঙ্গে খাপ খাওয়ানো। যেটি এই মুহূর্তে অসংগত অবস্থায় রয়েছে। 

যুবরাজ ফয়সাল মে মাসের শেষ দিকে টোকিও সফরের সময় বেশ কয়েকটি জাপানি গেম কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘গেমের উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য; আমরা গেমিং এবং ই-স্পোর্টসের জন্য একটি বিশ্বব্যাপী হাব তৈরি করতে চাই।’ 

আশা করা হচ্ছে, নিন্টেন্ডো, বান্দাই, ক্যাপকম এবং কোনামি গ্রুপের মতো প্রধান প্রধান খেলা শিল্পপ্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে অফিস স্থাপন করবে। সৌদি সংস্থাটি ইস্পোর্টস ইউনিটের জন্য চুক্তি করতে এবং গেমস বিকাশের ক্ষমতা বাড়াতে চায়। 

২০২৩ সালের মার্চে প্রকাশিত দুটি জাপানি কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, পিআইএফ নিন্টেন্ডোর ৮ শতাংশ এবং ক্যাপকমের ৬ শতাংশের মালিক। এটি ২০২৩ সালে ৪৯০ কোটি ডলারে মোবাইল গেম ডেভেলপার স্কোপলি এবং ২০২২ সালে ১৫০ কোটি ডলারে দুটি ই-স্পোর্টস ইভেন্ট কোম্পানির মালিকানা অধিগ্রহণ করেছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা