হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারককে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারককে এই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সে সঙ্গে গাজায় মাটির নিচে হামাসের বিশাল সুড়ঙ্গেও ব্যাপক হামলার দাবি করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার গাজা উপত্যকা চারদিক থেকে ঘিরে ফেলে বিমান ও স্থল অভিযান চালিয়েছে আইডিএফ। শহরের প্রাণকেন্দ্রের দিকেও অগ্রসর হয়েছে তারা। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, তাদের চালানো দুটি পৃথক বিমান হামলায় হামাসের অন্যতম শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক মাহসিন আবু জিনা নিহত হয়েছেন। এছাড়া ট্যাঙ্কবিধ্বংসী গোলা কিংবা সম্মুখযুদ্ধে রকেটের আঘাতে নিহত হয়েছে বেশ কয়েকজন হামাস যোদ্ধা।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, গাজা সিটির আল-সাতি শরণার্থী শিবিরের কাছে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই হচ্ছে। তবে দুই পক্ষের দাবি যাচাই করে দেখতে পারেনি বলে জানায় রয়টার্স।

বিমান হামলা ও স্থল হামলার পর অভিযানকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে আজ বুধবার সুড়ঙ্গগুলোয় হামাস যোদ্ধা ও জিম্মিদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে আইডিএফ।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর আগে বলেছিলেন, ইসরায়েলের লক্ষ্যবস্তু একটাই—গাজায় হামাসের সন্ত্রাসীরা, তাদের নেতা, অবকাঠামো, বাংকার, যোগাযোগ ও নিয়ন্ত্রণ রক্ষার কক্ষ। সুড়ঙ্গের বিশাল ও জটিল নেটওয়ার্কে অভিযান প্রসঙ্গে ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, ইসরায়েলের সামরিক প্রকৌশলীরা গাজার তলদেশে কয়েক শ কিলোমিটার বিস্তৃত হামাস নির্মিত সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে বিস্ফোরক যন্ত্র ব্যবহার করছে।

অন্যদিকে, ‘হানাদার বাহিনী’ আইডিএফের ব্যাপক ক্ষতিসাধন করতে পেরেছে বলে দাবি করেছে হামাস। সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের সূত্র রয়টার্সকে জানিয়েছে, সুড়ঙ্গ নেটওয়ার্ক ব্যবহার করা হামাস যোদ্ধাদের কাছ থেকে ইসরায়েলি ট্যাংকগুলো ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে গেছে হামাস। অন্যদিকে, ইসরায়েলি বিমানবাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৩২৮। এই নিহতদের মধ্যে রয়েছে ৪ হাজার ২৩৭ জন শিশু।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে