হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে ফের দুটি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ–মার্কিন হামলার পর ফের লোহিত সাগরে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার একটি ব্রিটিশ জাহাজ ও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে হুতিরা। হামলায় দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলে, যুক্তরাষ্ট্রের কয়েক দফা বিমান হামলা ও মিত্রদের জাহাজ লোহিত সাগরে টহল দেওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। 

গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্য জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হুতি বিদ্রোহীদের। 

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেন, তারা স্টার নাসিয়া ও মর্নিং টাইড নামের দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জাহাজ দুটিতে মার্শাল আইল্যান্ড ও বার্বাডোজের পতাকা দেখে এগুলোকে যথাক্রমে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হিসেবে শনাক্ত করা হয়। 

গ্রিসের মালিকানাধীন স্টার নাসিয়া জাহাজটি আন্তর্জাতিক সময় ১১টা ১৫ মিনিটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় বলে গ্রিসের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে কোনো ক্রু আহত হননি। 

পৃথকভাবে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এবং ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে আজ মঙ্গলবার ইয়েমেনের এডেন বন্দরের কাছে একটি বাণিজ্য জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছে। 

আমব্রে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে এডেন থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণ–পশ্চিমে মেরিটাইম সিকিউরিটি ট্রানজিট করিডরে দক্ষিণমুখী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের