হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি যাচ্ছেন জো বাইডেন

চার দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের প্রথম দিনে বুধবার (১৩ জুলাই) ইসরায়েলে পৌঁছান তিনি। আজ শুক্রবার (১৫ জুলাই) সৌদি আরবে যাচ্ছেন বাইডেন। সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের ডি-ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে শুক্রবার দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুবরাজের পাশাপাশি তাঁর বাবা বাদশাহ সালমান ও দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেন। 

সৌদি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনার বিষয়গুলোর মধ্যে জ্বালানি সরবরাহ, মানবাধিকার ও নিরাপত্তা সহযোগিতার মতো ইস্যুগুলো রয়েছে। এ ছাড়া দেশটিতে একটি বিতর্কিত সম্মেলনে যোগ দেবেন তিনি। শনিবার জেদ্দায় ওই সম্মেলনে অন্যান্য আরব নেতার সঙ্গেও বৈঠক করবেন বাইডেন। 

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেন মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজ ও দেশটির ডি-ফ্যাক্টো শাসক সালমান এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন। খাশোগি হত্যাকাণ্ড প্রসঙ্গে এর আগে বাইডেন বলেছিলেন, তিনি সারা বিশ্বের কাছে সৌদি আরবকে ‘অস্পৃশ্য’ বানাবেন। 

 

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র