হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া-লেবানন

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি কূটনীতিক দাবি করেছেন সিরিয়ার আল-শারা তাঁর দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া ও লেবানন। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লইতার। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম প্রেগার-ইউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ইসরায়েলি রাষ্ট্রদূত লইতার মনে করেন, সৌদি আরবের আগে সিরিয়া ও লেবানন আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তিনি বলেন, ‘এখন আর কোনো কারণ নেই যে, আমরা সিরিয়া ও লেবাননের সঙ্গে সমঝোতায় যাব না।’ তিনি আরও বলেন, ‘আমরা সেখানকার (সিরিয়া-লেবাননে) দৃষ্টান্ত নাটকীয়ভাবে পরিবর্তন করেছি। সিরিয়া ও লেবাননের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস হওয়ার সম্ভাবনার বিষয়ে আমি খুবই আশাবাদী। এটি আসলে সৌদি আরবের আগেও হতে পারে।’

প্রেগার-ইউ-এর সিইও মারিসা স্ট্রিটকে লইতার বলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার কথা বিবেচনা করছে। কারণ, ২০১৯ সালেও দেশটি এই চুক্তির খুব কাছাকাছি ছিল। যদি প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালেও ক্ষমতায় থাকতেন, তবে আমরা সম্ভবত সেই লক্ষ্যে পৌঁছে যেতাম। তিনি আরও বলেন, গাজা যুদ্ধের কারণে সম্পর্ক স্বাভাবিকীকরণে জটিলতা থাকলেও ইসরায়েল ও সৌদি আরব এখনো সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে রয়েছে।

লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘লেবাননের একটি ব্যর্থ রাষ্ট্রের অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুশীল সমাজ হিসেবে নিজেদের পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে।’ সিরিয়ার প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও দ্বিধা করা উচিত ছিল। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সিরিয়ার পদক্ষেপ দেখার জন্য অপেক্ষা করা উচিত। তিনি সিরিয়ার দ্রুজ ও আলভীদের মতো সংখ্যালঘুদের সুরক্ষার গুরুত্বের কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জিহাদিদের আমাদের সীমান্তে থাকতে দিতে পারি না। ৭ অক্টোবরের ঘটনা থেকে আমরা এটি শিখেছি। আমরা চাই আল-শারা এমন একটি দিকে যান, যেখানে আমরা দেখব তিনি জিহাদি গোষ্ঠীগুলোকে ভেঙে দিচ্ছেন, হামাস-হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করছেন এবং সংখ্যালঘুদের রক্ষা করছেন।’

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র