হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাম্পের ভাষণের সময় চিৎকার করে প্রতিবাদ করলে ইসরায়েলের দুজন এমপিকে হল থেকে বের করে দেওয়া হয়। ছবি: এপির সৌজন্য

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় হট্টগোলের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তাঁর ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁদের হল থেকে বের করে দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাশ জোটের আইমান ওদেহ ও ওফের কাসিফ। তাঁরা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন।

ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদেহ তাঁর এক্সে হ্যান্ডলে লেখেন, ‘পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে, তা গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাঁকে মুক্ত করতে পারে না। তবে যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে আমি এখানে উপস্থিত আছি। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।’

প্রসঙ্গত, নেসেটে ভাষণ দিতে আজ সোমবার ইসরায়েলে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিসরে যাবেন। সেখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন ট্রাম্প। আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন।

নেসেটে ট্রাম্প বলেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য ‘এক নতুন ভোরের সূচনা’। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রসিকতা করে বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তাঁর এই স্বভাবটাই তাঁকে মহান করে তুলেছে।’

ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই মুহূর্তকে শান্তির ইতিহাস হিসেবে স্মরণ করবে।’ তিনি তাঁর মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফকে ধন্যবাদ জানান। তিনি দাবি বলেন, ‘উইটকফের প্রচেষ্টায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে।’ এ সময় নেসেটের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন।

এর আগে নেতানিয়াহু তাঁর ২৮ মিনিটের বক্তব্যে ট্রাম্পকে ‘ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সর্বশ্রেষ্ঠ বন্ধু’ বলে অভিহিত করেন।

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান

ইরানে বিক্ষোভকারীরা ‘আল্লাহর শত্রু’, শাস্তি দেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের