হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শান্তি স্থাপনে ফিলিস্তিনে সৌদি প্রতিনিধিদল

এএফপি, জেরিকো

ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্ক স্বাভাবিক করতে গতকাল মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে প্রতিনিধিদল পাঠিয়েছে সৌদি আরব। সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় যুক্ত হওয়া রিয়াদ তিন দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে প্রতিনিধি পাঠাল। 

নাম না প্রকাশের শর্তে সৌদি আরবের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, এই সফরে সৌদি আরবের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

দলটির নেতৃত্বে আছেন ফিলিস্তিন ভূখণ্ডের জন্য রিয়াদের নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সঙ্গে দেখা করেন তিনি। জর্ডানে নিযুক্ত রিয়াদের প্রতিনিধি সুদাইরিকে গত মাসে ফিলিস্তিনেরও রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে জর্ডান থেকে গতকাল অধিকৃত পশ্চিম তীরে পৌঁছায় প্রতিনিধিদলটি। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে পশ্চিম তীরে গিয়েছিলেন রিয়াদের প্রতিনিধি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠক করে ইসরায়েল ও সৌদি আরব। পুরো মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে রিয়াদ ও তেল আবিবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে এ পদক্ষেপগুলোতে মধ্যস্থতা করছে ওয়াশিংটন।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী