হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরব সফরে যুবরাজ বিন সালমানের সঙ্গে যা আলোচনা করলেন পুতিন 

আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বিদেশ সফর একপ্রকার বন্ধই করে দিয়েছিলেন তিনি। সর্বশেষ তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে তিনি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে রয়েছেন। সেখানে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেক প্লাস, গাজা ও সমসাময়িক বিশ্বরাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। পেসকভ জানিয়েছেন, দুই দেশের নেতারা ওপেক প্লাসের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের বিষয়ে পুতিন বলেন, ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যকার সম্পর্কোন্নয়নে কোনো শক্তিই আমাদের বাধা দিতে পারবে না।’ বৈঠকে পুতিন সৌদি যুবরাজকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এই অঞ্চলে কী ঘটছে সে বিষয়ে আপনার সঙ্গে তথ্য ও মূল্যায়ন আদান-প্রদান করা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই বৈঠক অবশ্যই সময়োপযোগী।’

এ সময় সৌদি যুবরাজও দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। সৌদি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ মোহাম্মদ বিন সালমানকে উদ্ধৃত করে বলেছে, ‘মোহাম্মদ বিন সালমান বলেছেন, এই সুসম্পর্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা দূর করতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করেছে।’

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার