হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ট্যাংকের গোলায় নিজেদের ৫ সেনাকে মারল ইসরায়েল

গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় বুধবার (১৫ মে) নিজেদেরই ৫ সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটিই ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা। 

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বুধবার গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় ওই নিহতের ঘটনা ঘটে। 

শোনানি বলেন, ‘একটি ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে। মারা গেছেন পাঁচ সেনা। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’ 

এ বিষয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজার সিটির উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ওই পাঁচ সেনা নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন। ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত পাঁচ সেনার নাম উল্লেখ করেছে। তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন। 

চলতি বছরের শুরুর দিকেই হামাস বাহিনীকে পরাজিত করা হয়েছে দাবি করে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর বেশির ভাগ সদস্যকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সৈন্যরা আবারও গাজার উত্তর অংশে ফিরে এসেছে। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা গাজায় আবার সংগঠিত হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সাত মাসেরও বেশি সময় আগে গাজায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ২৭৮ সেনা মারা গেছেন। এর আগে গত ডিসেম্বরে এই বাহিনী জানিয়েছিল, তখন পর্যন্ত তাদের নিহত ১০৫ জন সেনার মধ্যে এক-পঞ্চমাংশই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছিলেন নিজেদের গুলিতে।

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না