হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ট্যাংকের গোলায় নিজেদের ৫ সেনাকে মারল ইসরায়েল

গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় বুধবার (১৫ মে) নিজেদেরই ৫ সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটিই ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা। 

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বুধবার গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় ওই নিহতের ঘটনা ঘটে। 

শোনানি বলেন, ‘একটি ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে। মারা গেছেন পাঁচ সেনা। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’ 

এ বিষয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজার সিটির উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ওই পাঁচ সেনা নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন। ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত পাঁচ সেনার নাম উল্লেখ করেছে। তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন। 

চলতি বছরের শুরুর দিকেই হামাস বাহিনীকে পরাজিত করা হয়েছে দাবি করে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর বেশির ভাগ সদস্যকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সৈন্যরা আবারও গাজার উত্তর অংশে ফিরে এসেছে। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা গাজায় আবার সংগঠিত হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সাত মাসেরও বেশি সময় আগে গাজায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ২৭৮ সেনা মারা গেছেন। এর আগে গত ডিসেম্বরে এই বাহিনী জানিয়েছিল, তখন পর্যন্ত তাদের নিহত ১০৫ জন সেনার মধ্যে এক-পঞ্চমাংশই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছিলেন নিজেদের গুলিতে।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী