হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ভবনে আগুন, ৪ ভারতীয়সহ নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় সময় গতকাল শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকার একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ড হয়। সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওই মুখপাত্র বলেন, হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি। 

ওই মুখপাত্র বলেন, স্থানীয় সময় গতকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ দুবাই সিভিল ডিফেন্সের কাছে আগুন লাগার খবর আসে। এরপর সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে দ্রুত একটি টিম ঘটনাস্থলে যায়। বেলা দুইটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

সিভিল ডিফেন্সের মুখপাত্র আরও জানান, বহুতল ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। প্রাথমিক তদন্তে ভবনটির সুরক্ষা ও নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। 

গতকালের আগুনে নিহতদের মধ্যে চারজন ভারতীয়। ভারতের দুবাই কনস্যুলেটের পক্ষ থেকে তাঁদের শনাক্ত করা হয়। কনস্যুলেটের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় গালফ নিউজ।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র