হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০ দিন, প্রতিদিন গড়ে হত্যা ১৩৩ জন

ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০ দিন পূর্ণ হয়েছে আজ শুক্রবার। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই হিসেবে এই সময়ে প্রতিদিন পুরো ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী গড়ে ১৩৩ জনের বেশি লোককে হত্যা করেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৯ হাজার ৪৮০। একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে ৫৯৪ জনকে। সব মিলিয়ে বিগত ৩০০ দিনে ইসরায়েল ফিলিস্তিনে ৪০ হাজার ৭৪ জনকে হত্যা করেছে। 

গাজায় নিহতদের মধ্যে ১৫ হাজারের বেশি শিশু। এ ছাড়া ১০ হাজারে বেশি ফিলিস্তিনি নিখোঁজ এখনো। এর বাইরে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন আহত হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে নিহত ৫৪৯ জনের মধ্যে ১৪৪ জনই শিশু। এ ছাড়া এই অঞ্চলটিতে আহত হয়েছে আরও ৫ হাজার ৩৫০ জন। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৩০০তম দিন উপলক্ষে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও তাত্ত্বিক নুরা ইরাকাত বলেছেন, ‘এটি বিদ্বেষজনক ও লজ্জাজনক যে, বিশ্ব সবচেয়ে ভয়ংকর, সবচেয়ে নির্মম ঔপনিবেশিক গণহত্যা বন্ধ করতে পারেনি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ইরাকাত বলেছেন, ‘গাজায় ইসরায়েলের গণহত্যায় উন্নত অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা অঞ্চলটিতে রোগের বিস্তার ঘটিয়েছে, সেখানকার মাটি বিষাক্ত করে তুলেছে। পাশাপাশি যৌন নিপীড়ন ও নির্যাতনও চালিয়েছে তারা।’

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না