হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত এবং বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুক্রবার দামেস্ক বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সৈন্য, ইরানসমর্থিত সিরীয় সৈন্য এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এ ধরনের হামলার কারণে এর আগে এভাবে ফ্লাইট ব্যাহত হওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, হিজবুল্লাহ ও ইরানসমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দামেস্ক বিমানবন্দরের কাছের তিনটি অস্ত্রের ডিপোতে স্থানীয় সময় শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। 

এ হামলার পরে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রযুক্তিগত গোলযোগের কারণে দামেস্ক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হলো। ট্রাফিক নিরাপত্তা ও নিরাপত্তাজনিত অন্যান্য যন্ত্রপাতি ঠিক হয়ে গেলেই ফ্লাইট পুনরায় চালু করা হবে। 

বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলি হামলার কারণে আমাদের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জন্য আগামী ৪৮ ঘণ্টা সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কিছু ফ্লাইট আলেপ্পো বিমানবন্দর দিয়ে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

এএফপি জানিয়েছে, হামলার জন্য এলাকাটি ইসরায়েলের একটি প্রিয় লক্ষ্যস্থান। এ বছর সিরিয়ায় ১৫টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ, বাড়িছাড়া হাজারো মানুষ

বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

ভেনেজুয়েলার পর কি এবার ইরানকে ‘মহান’ করে তুলতে চান ট্রাম্প

ইরানে বিক্ষোভে প্রাণহানি বেড়ে ৩৫, গ্রেপ্তার ১২ শতাধিক

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল, ‘হলুদ রেখা’ পেরিয়ে ঢুকে পড়ছে আরও ভেতরে

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ–সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

ইরানে আরও বাড়ছে পীড়ন, ইন্টারনেট বন্ধ