হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলার পর দামেস্ক বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ইসরায়েলি বিমান হামলায় একজন বেসামরিক ব্যক্তি আহত এবং বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শুক্রবার দামেস্ক বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সৈন্য, ইরানসমর্থিত সিরীয় সৈন্য এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এ ধরনের হামলার কারণে এর আগে এভাবে ফ্লাইট ব্যাহত হওয়ার ঘটনা খুব কমই ঘটেছে। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, হিজবুল্লাহ ও ইরানসমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দামেস্ক বিমানবন্দরের কাছের তিনটি অস্ত্রের ডিপোতে স্থানীয় সময় শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। 

এ হামলার পরে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রযুক্তিগত গোলযোগের কারণে দামেস্ক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হলো। ট্রাফিক নিরাপত্তা ও নিরাপত্তাজনিত অন্যান্য যন্ত্রপাতি ঠিক হয়ে গেলেই ফ্লাইট পুনরায় চালু করা হবে। 

বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, ‘ইসরায়েলি হামলার কারণে আমাদের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। সে জন্য আগামী ৪৮ ঘণ্টা সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। কিছু ফ্লাইট আলেপ্পো বিমানবন্দর দিয়ে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ 

এএফপি জানিয়েছে, হামলার জন্য এলাকাটি ইসরায়েলের একটি প্রিয় লক্ষ্যস্থান। এ বছর সিরিয়ায় ১৫টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়