রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তপাত বন্ধে রাশিয়া কিছু প্রস্তাব দিয়েছে। তিনি মনে করছেন, এই সংকটের একটি কূটনৈতিক সমাধান সম্ভব।
পুতিন বলেন, ‘আমরা আমাদের ইসরায়েলি ও ইরানি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মস্কোর দেওয়া প্রস্তাবগুলো বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে।’
তিনি আরও বলেন, এই সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে আগ্রহী এবং দ্বন্দ্বময় পরিস্থিতি শান্তভাবে সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত রাশিয়া। তবে ঠিক কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি রুশ প্রেসিডেন্ট।