হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যাত্রীদের আগেভাগে ঘর ছাড়ার পরামর্শ দিল দুবাইয়ের বিমানবন্দর ও সংস্থাগুলো

দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি ও ট্রাফিকের কারণে বিলম্ব হওয়ার বিষয়টি মাথায় রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এবং আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ দুটি বিমান সংস্থা। দুবাই থেকে বৃহস্পতিবার ফ্লাই করবেন এমন যাত্রীদের উদ্দেশে আজ বুধবার এই ভ্রমণ উপদেশ জারি করা হয়। 

এ বিষয়ে দুবাই বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, ‘আগামীকালের জন্য অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়ে, আমরা ভ্রমণকারীদের যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছি।’ 

মুখপাত্র আরও বলেন, ‘রাস্তার যানজটের কারণে বিলম্ব এড়াতে আমরা সুপারিশ করছি, যেন যাত্রীরা রিয়েল টাইম ট্রাফিক আপডেট এবং বিকল্প রুটের জন্য স্মার্ট অ্যাপস ব্যবহার করেন। আর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ১ ও ৩-এ যাওয়ার জন্য দুবাই মেট্রো ব্যবহার করার কথা বিবেচনা করুন।’ 

এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থাগুলোর সঙ্গে যাত্রীদের ফ্লাইটের স্থিতি পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আবহাওয়ার কারণে যেকোনো ধরনের বিলম্ব মাথায় রেখে স্বাভাবিক সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চেক-ইন, নিরাপত্তা এবং বোর্ডিং প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার জন্যও যাত্রীদের বলা হয়েছে। 

বৃহস্পতিবার দুর্যোগ আঘাত হানবে এমন পূর্বাভাস থেকে আলাদাভাবে দুবাইয়ের প্রধান বিমান সংস্থা অ্যামিরেটসও আজ বুধবার একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। এই সংস্থাও যাত্রীদের যত দ্রুত সম্ভব বিমানবন্দরে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে। অ্যামিরেটসের একজন মুখপাত্র বলেছেন, ‘দুবাইয়ে ২ মে প্রবল বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আপনি তাই রাস্তার বিলম্বের মুখোমুখি হতে পারেন।’ 
এয়ারলাইনটি যোগ করেছে, ‘আমরা বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে রাখার এবং যেখানে সম্ভব দুবাই মেট্রো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।’ 
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের পূর্বাঞ্চলে দিনের বেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর আগে গত ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে দুবাই। সাম্প্রতিক ওই দুর্যোগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান পরিষেবাগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’