হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘তারপর সব অন্ধকার!’— ইরানের হামলার ভয়াবহতা ইসরায়েলি নারীর মুখে

বিবিসি

হামলার ভয়াল মুহূর্তের বর্ণনা দেন ইসরায়েলের রিশন লে জিওন শহরের বাসিন্দা ইফাত বেনহাইম। ছবি: বিবিসি

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রিশন লে জিওন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই হামলার ভয়াল মুহূর্তের বর্ণনা দিয়েছেন শহরের এক বাসিন্দা ইফাত বেনহাইম।

‘সাইরেন বাজতেই আমরা তাড়াতাড়ি বেজমেন্টে দৌড়ে যাই’, বলেন ইফাত। ‘দরজা বন্ধ করার পরপরই হঠাৎ এমন একটা বিস্ফোরণ হলো, আমি ভেবেছিলাম পুরো বাড়িটাই আমাদের ওপর ধসে পড়েছে!’

‘তারপরই চারপাশটা অন্ধকারে ছেয়ে যায়,’ বলেন তিনি।

বাড়ি থেকে বেরিয়ে আসার পর চারদিকে ধ্বংসস্তূপ দেখতে পান ইফাত ও তার পরিবার। একাধিক বাড়ির ছাদ ধসে পড়ে, রাস্তায় ছড়িয়ে থাকে কাঁচের টুকরো, এবং কমপক্ষে ৩০টি গাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়—ভাঙা কাচ, চাপা পড়া গঠন, ধ্বংস প্রায়।

সবচেয়ে কষ্টের বিষয় ছিল—রাস্তার যে দুই প্রতিবেশীকে প্রতিদিন সালাম দিতেন, তাঁদের দুজনই প্রাণ হারিয়েছেন।

‘এটা একেবারেই মর্মান্তিক,’ বলেন ইফাত।

রাজধানী তেল আবিবের কাছাকাছি রিশন লে জিওন ইরানের গতরাতের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।

এখন ইফাত, তাঁর স্বামী সিয়ন এবং ছয়জন ছোট আত্মীয় মিলে নিজেদের ২৯ বছরের পুরোনো বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। সামনে কোথায় যাবেন, কোথায় থাকবেন—সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়