হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যথেষ্ট হয়েছে, এখনই বন্ধ করতে হবে যুদ্ধ

ফিলিস্তিনের গাজায় টানা ৩১ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে নিহত ১০ হাজার ছাড়িয়েছে। ক্রমবর্ধমান নিহতের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এবং কয়েকটি এনজিও। খবর আল জাজিরার।

গত রোববার এক বিবৃতিতে সংস্থাগুলোর প্রধানেরা বলেন, অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি দরকার। (সংঘাতের) ৩০ দিন অতিবাহিত হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। এখনই বন্ধ করতে হবে হামলা।

ইউনিসেফ, ইউএনওমেন, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেনসহ বিভিন্ন সংস্থার প্রধানেরা বিবৃতিতে সই করেছেন। তাঁরা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মৃত্যুর ঘটনাকে ভয়ানক বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় এক মাস ধরে গাজার হত্যাযজ্ঞ পর্যবেক্ষণ করছে বিশ্ব। বেড়ে চলা প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ায় সবাই মর্মাহত ও আতঙ্কের মধ্যে রয়েছে। এ অবস্থায় সব পক্ষকে আন্তর্জাতিক ও মানবাধিকারসংক্রান্ত আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এদিকে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত জাতিসংঘের ৮৮ কর্মী নিহত হয়েছেন। এটিকে একটি মাত্র সংঘাতে সবচেয়ে বেশি কর্মী নিহত হওয়ার ঘটনা বলে গতকাল সোমবার দাবি করেছে জাতিসংঘ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থায় (ইউএনআরডব্লিওএ) কর্মরত ৮৮ ব্যক্তি। জাতিসংঘের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই বিবৃতিতে এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া বন্দী ইসরায়েলি নাগরিকদের ছেড়ে দিতে হামাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এতে ১ হাজার ৪০৫ জন নিহত হয়। হামাস প্রায় ২৪০ জনকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে বিদেশিরা থাকলেও বেশির ভাগই ইসরায়েলের নাগরিক। এর জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে হামাস। সম্প্রতি গাজায় স্থল অভিযানে গিয়েছে দেশটি।

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান ইসরায়েলি হামলায় ১০ হাজার ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪ হাজার ৮০৮ জন।

যুদ্ধের অগ্রগতি নিয়ে আলোচনা করতে গতকাল আরেকটি জরুরি বৈঠক আহ্বান করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজার আল-শিফা হাসপাতালে হামলা, জাবালিয়া শরণার্থীশিবিরে বারবার হামলাসহ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও চীন।

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত