হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পোশাকবিধির প্রতিবাদে ইরানে শুধু অন্তর্বাস পরে হাঁটলেন তরুণী

ছবি: সংগৃহীত

নারীদের জন্য কড়াকড়ি পোশাকবিধি রয়েছে ইরানে। দেশটিতে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে একটি অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে রোববার রয়টার্স জানিয়েছে, পোশাকবিধির প্রতিবাদ জানিয়ে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে শরীরের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হেঁটেছেন ওই তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা শুধু অন্তর্বাস পরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে আটক করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্স মাধ্যমে বলেছেন, ওই নারী গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তিনি মানসিক ব্যাধিতে ভুগছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মত দিয়েছেন, ওই নারী জেনে-বুঝেই সজ্ঞানে ওই পদক্ষেপ নিয়েছেন। কড়াকড়ি পোশাকবিধির বিরুদ্ধে এটি ছিল তাঁর একটি অভিনব প্রতিবাদ।

বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এভাবেই হাঁটতে দেখা যায় ওই তরুণীকে। ছবি: ভিডিও থেকে নেওয়া

আটকের পর ওই নারীর ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে একটি ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরানের দৈনিক হামশাহরির ওয়েবসাইটে বলা হয়েছে, ওই কাজের জন্য প্রাথমিকভাবে নারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্তের পর সম্ভবত তাঁকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে এর আগে ২০২২ সালে ইরানের নীতি পুলিশের ইরানি কুর্দি নারী মাশা আমিনির মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সে সময় দেশটিতে বিপুলসংখ্যক নারী রাস্তায় নেমে পোশাকবিধির প্রতিবাদ জানিয়েছিলেন। দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংস উপায়ে এই বিক্ষোভ দমন করেছিল বলে অভিযোগ রয়েছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪