হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় আইএসের দুই শীর্ষ সন্ত্রাসী নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে এক মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেট গোষ্ঠীর (আইএস) শীর্ষ নেতা আবু হাশুম আল-উমাউই নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর-পূর্ব দিকের সরকারনিয়ন্ত্রিত একটি গ্রামে অপর এক হামলায় আরেক আইএসআইএস কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ দুটি হামলার ঘটনা ঘটেছে বলে মার্কিন সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এ দুটি হামলায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

তবে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলেছে, নিহত একজনের নাম আবু আলা, যিনি আইএসআইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। এবং নিহত অপরজনের নাম আবু মুআদ আল-কাহতানি, যিনি আইএসআইএসের বন্দিবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। 

অভিযানের সময় কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি এবং হামলার কারণে মার্কিন সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও সিএনএন জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য মার্কিন কেন্দ্রীয় কমান্ড বাহিনী এ অঞ্চলে ১ হাজার ঘণ্টারও বেশি সময় কাটিয়েছে। আইএসআইএসের সম্ভাব্য হামলার ঝুঁকি বিষয়ে তথ্য সংগ্রহ করতেই তারা সেখানে গিয়েছিল। 

এদিকে বৃহস্পতিবার পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, গত বুধবার রাতে মার্কিন সামরিক বাহিনীর পৃথক একটি অভিযানে উত্তর-পূর্ব সিরিয়ায় আইএসআইএসের একজন অস্ত্র চোরাচালানকারী নিহত হয়েছেন। 

নিহত অস্ত্র চোরাচালানকারীর নাম রাক্কান ওয়াহিদ আল-শামরি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। তিনি উত্তর-পূর্ব সিরিয়ায় কামিশলি গ্রামের কাছে মার্কিন সেনাদের হেলিকপ্টার হামলায় নিহত হয়েছেন। 

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়