হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব

এখন বাংলাদেশসহ মোট ২৯টি দেশ থেকে নারী-পুরুষ গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব। বুধবার দেশটির শ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গৃহশ্রমের দায়িত্বে নিয়োজিত সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবে গৃহকর্মী সরবরাহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তালিকার শীর্ষে আছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে ভারত, এরপর ফিলিপাইন ও ইথিওপিয়া। 

শ্রম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য মুসানেদে গত মাসে নিয়োগের জন্য প্রায় ৭৫ হাজার ৬৫৩ জন চুক্তিবদ্ধ হয়েছেন বলে গালফ নিউজ জানিয়েছে। 

সৌদি আরবে যাওয়া বিদেশি কর্মীর তালিকার শীর্ষে রয়েছে গৃহকর্মী, গাড়িচালক, বাড়ির কৃষক ও বাবুর্চি। সৌদি রাজতন্ত্র সম্প্রতি শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।

মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে কর্মী নিয়োগে সর্বোচ্চ খরচও বেঁধে দিয়েছে। ভ্যাটসহ কর্মিপ্রতি উগান্ডার জন্য ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ডের জন্য ১০ হাজার, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০, বাংলাদেশের জন্য ১৩ হাজার, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার, ফিলিপাইনের জন্য ১৭ হাজার ২৮৮, বুরুন্ডির জন্য ৭ হাজার ৫০০ রিয়াল ও ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ রিয়াল খরচ ধরা হয়েছে। 

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাঁদের অধিকার ও কর্তব্য, ভিসা ইনস্যুরেন্স, নিয়োগের আবেদন, নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের বিষয়ে জানতে পারবে। 

কোনো কাজে নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া এখন থেকে মুসানেদের মাধ্যমে সম্পাদন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও কাজ পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি