হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে ‘উল্লেখযোগ্য বিরোধ’ নেই হামাসের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবিত যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের বিষয়টি হামাসের সঙ্গে উল্লেখযোগ্য কোনো বিরোধ নেই। গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে হামাসের ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন। 

হামাসের ওই নেতা বলেছেন, ইসরায়েল আর নতুন কোনো বাধা তৈরি না করলে বলা যায়, (যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের আলোচনার বিষয়ে) পরিবেশ এখনো ইতিবাচক। এই বিষয়ে হামাস যেসব পর্যবেক্ষণ ও অনুসন্ধানী প্রশ্ন জমা দিয়েছিল সে বিষয়ে (ইসরায়েলের দেওয়া প্রস্তাবে) উল্লেখযোগ্য কোনো বড় বিরোধ নেই। 

এদিকে রাফাহে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করার আগেই একটি চুক্তিতে আসার জন্য ইসরায়েল ও হামাসের ওপর চাপ বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসন এড়াতে জিম্মি প্রত্যাবর্তনের বিষয়ে চুক্তির বিষয়ে সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ সোমবার বিভিন্ন পক্ষ মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসবে আশা করা হচ্ছে। 

অপরদিকে, গতকাল রোববার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে নতুন উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েল অভিযান চালাতে পারে। 

ইকোনমিক ফোরামের এই সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বেশ কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে গাজা ইস্যুকে আলাদাভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে। সম্মেলনে অংশ নিয়ে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, তারা ইসরায়েলকে রাফাহতে হামলা চালানো থেকে নিবৃত্ত করুক। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ করা থেকে থামাতে পারে।’ রাফাহতে হামলা চালানো হলে ফিলিস্তিনের ইতিহাসে তা সবচেয়ে বড় বিপর্যয় হবে বলেও মন্তব্য করেছেন আব্বাস।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’