হোম > অপরাধ > ভারত

মোদির কর্মকর্তা পরিচয়ে ঘুরতেন, চলতেন বুলেটপ্রুফ গাড়িতে, নিতেন সরকারি সুবিধা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশ্মীর পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কিরণ প্যাটেল। গত ৩ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ কিরণের বিরুদ্ধে প্রতারণা, ছদ্মবেশ ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে। ঘটনার সময় তিনি কাশ্মীর সফর করছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে কিরণ ‘আর্থিক’ ও ‘বস্তুগত’ সুবিধা আদায়ের চেষ্টা করছিলেন। ৩ মার্চ গ্রেপ্তার হলেও গতকাল বৃহস্পতিবার আদালতে তোলার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

কিরণ প্যাটেলের একটি ভ্যারিফায়েড টুইটার অ্যাকাউন্ট রয়েছে এবং তাঁর অনুসারীদের মধ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা রয়েছেন। নিজের টুইটার ও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি সরকারি সফরে কাশ্মীরে রয়েছেন বলে জানিয়েছেন। ছবিতে তাঁকে প্যারামিলিটারির সদস্য বেষ্টিত দেখা যায়।

এই সফরে কিরণ প্যাটেল দাবি করেছেন, তাঁকে দক্ষিণ কাশ্মীরে আপেল বাগানের ক্রেতাদের চিহ্নিত করতে সরকার তাঁকে বলেছে। অন্য একটি সফরে তিনি জনপ্রিয় স্কিইং গন্তব্য গুলমার্গে ভ্রমণ করেন এবং দাবি করেন যে সরকার তাঁকে ওই অঞ্চলে হোটেল সুবিধার উন্নতির দিকে নজর দিতে বলেছে।

প্রতিবেদনে বলা হয়, সফরে কিরণ প্যাটেলকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছিল। এ সময় তিনি একটি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতেন এবং পাঁচ তারকা হোটেলে সরকারি ব্যবস্থায় থাকতেন। আদালতের নথি থেকে জানা যায়, নিরাপত্তা কর্মকর্তারা তাঁর কাছে জাল পরিচয়পত্র পেয়েছেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি