ঢাকা: ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্প্লিন্টারের আঘাতে একজন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ এক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক ইউনিট।
পুলিশ বলেছে, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন বিচ্ছিন্নতাবাদী। স্থানীয় নারওয়াল অঞ্চল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাঁচ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।